• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

নির্বাচনে প্রভাব খাটাতে গিয়ে অস্ত্রসহ পাকরাও চট্টগ্রাম ছাত্রলীগ সেক্রেটারী


প্রকাশিত: ৩:০৪ পিএম, ৭ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬০ বার

বিশেষ প্রতিনিধি  চট্টগ্রাম   :  জেলার হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের 1অভিযোগে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনিকে (২৭) অস্ত্রসহ আটক করা হয়েছে।

শনিবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মির্জাপুর থেকে তাকে আটক করেন নির্বাচনে দায়িত্বরত একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরপর তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) একেএম হাফিজ আক্তার বলেন, রণিকে আটকের পর হাটহাজারী থানায় নেয়া হয়েছে।

হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন বলেন, মির্জাপুর ইউনিয়নের সাত নম্বর ভোটকেন্দ্র ছইল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রণিকে আটক করা হয়। তার কাছে অস্ত্র পাওয়া গেছে।

নূরুল আজিম রনি রাজনীতিতে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। রনি বেলা ১২টার দিকেও তার ফেসবুক অ্যাকাউণ্টে মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো.নূরুল আবছারের সমর্থনে প্রচার চালিয়েছেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। ফেসবুকে যোগাযোগ করেও সাড়া পাওয়া যাচ্ছেনা।