‘নির্বাচনে পরাজয় ঘটলে পরিণতি ভয়াবহ’
বরিশাল প্রতিনিধি : বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আগামী নির্বাচনে পরাজয় ঘটলে পরিণতি হবে ভয়াবহ। তখন বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকবে। তাদের হাতে শুধু সংখ্যালঘু নয়, বহু মানুষকে দেশ ত্যাগ করতে হবে। তাই আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে কাজ করতে হবে। আজ শুক্রবার বরিশালের অশ্বিনী কুমার হলে জেলা ওয়ার্কাস পার্টির কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরেই বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। এবারের হামলায় প্রায় ৩ লাখ ৮০ হাজার রোহিঙ্গা এদেশে এসেছে। তাদের আশ্রয় দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে প্রসংশিত হয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিএনপির অভিযোগের কোন ভিত্তি নেই। বাংলাদেশ একটি সঙ্কটে রয়েছে।
রাখাইন নিয়ে আন্তর্জাতিক চাল রয়েছে। এই সঙ্কটকে কাজে লাগিয়ে বিএনপি-জামায়াত ফায়দা লুটতে চায়। এ বিষয়ে আমাদের খেয়াল করতে হবে। বাংলাদেশের ওয়ার্কাস পার্টির জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলুর সভাপতিত্বে কর্মী সমাবেশে আরও বক্তৃতা করেন মোস্তফা লুৎফুল্লা এমপি, শেখ মো. টিপু সুলতান এমপি প্রমুখ।