• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

নির্বাচনে থাকার ঘোষণা কাদের সিদ্দিকীর


প্রকাশিত: ৮:২৪ পিএম, ১৯ অক্টোবর ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫০ বার

নিজস্ব প্রতিবেদক: মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের দেয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি জানিয়েছেন, উচ্চ আদালতের রায় পক্ষে না গেলেও দলের kader siddki-www.jatirkhantha.com.bdপ্রার্থী নির্বাচনে থাকবেন।
সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা আগেই জানতাম নির্বাচন কমিশন এরকম কিছু একটা করবে।এজন্য আগেই আমরা এগিয়ে ছিলাম। চারজন মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। তাদের দুইজন এখনও আছেন। আদালতের রায় আমাদের পক্ষে না আসলে এই দুই জনের একজনকে দলীয় প্রার্থী করা হবে।
তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের দিন পর্যন্ত আমরা ব্যাংকের দায়মুক্ত ছিলাম। এরপর ব্যাংক থেকে দায়ের কথা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী উপস্থিত ছিলেন।