• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

নির্বাচনের আগের রাতেই ভোট বাক্স ভরে ফেলা হবে-ফখরুল


প্রকাশিত: ৫:৫৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪২ বার

bnp-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক :   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কী হবে, তা আমরা জানি! প্রশাসনকে ব্যবহার করে  নির্বাচনের আগের রাতেই ভোট বাক্স ভরে ফেলা হবে। এসব জেনেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। জনগণ আরো ভালো করে দেখুক সরকার কী করছে?’বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জনগণের চোখে ধোঁকা দিয়ে নিজেদের লোকদের বিজয়ী ঘোষণা করবে। আর জাতির কাছে বলবে দেখেন- আওয়ামী লীগ কতো জনপ্রিয়। সে কারণেই তারা দলীয় প্রতীক দিয়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করছে। তারা দেখাবে ধানের শীষ হেরে গেছে।তিনি আরো বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা প্রমাণে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যাচ্ছে তার দল।
মির্জা ফখুরুল বলেন, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে যখন মামলা হয়, তাতে প্রমাণিত হয় এই সংকট বিএনপির সংকট নয়, এই সংকট মুক্তচিন্তার সংকট।এদিকে, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।