নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন না হলে কঠোর ব্যবস্থা-শ্যামা প্রসাদ
পাবনা প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সকল প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে কারও কোনো অবহেলা মেনে নেয়া হবে না। ঠিকাদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেই দায়ী হবেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার দুপুরে পাবনার ভাঙ্গুড়ায় চলনবিলের মাঝ দিয়ে সড়ক ও ব্রিজ নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে এক সুধি সমাবেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী এ কথা বলেছেন।
এলজিইডির প্রধান প্রকৌশলীর আগমন উপলক্ষে শুক্রবার দুপুরে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইঊনিয়নের পুকুরপাড় আইডিয়াল ঊচ্চ বিদ্যালয় মাঠে এক সুধীসমাবেশ অনুষ্ঠিত হয়। খানমরিচ ইঊনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আসাদুর রহমানের সভাপত্বিতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদিয় কমিটির চেয়ারম্যান ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদিয় কমিটির সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি।
বিশেষ আতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী। পরে অতিথিবৃন্দ পুকুরপাড় যুব সংঘ, ভাঙ্গুড়া মহিলা কলেজের একটি ভবন ও ভাঙ্গুড়া স্মৃতি সৌধ চত্বর থেকে শহরের বকুলতলা সড়কের উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পাবনার অফিস সূত্রে জানা গেছে, জেলার ভাঙ্গুড়া পৌর সদর থেকে চলনবিলের মাঝ দিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বিশ্বরোড পর্যন্ত ২২০ কোটি টাকা ব্যায়ে ১৮ কি.মি. ও ব্রিজ সড়ক নির্মান কাজ চলছে।
২০১৮ সালের জুন মাসে এ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।প্রকল্প পরিদর্শনকালে এলজিইডি পাবনার নির্বহী প্রকৌশলী আব্দুর রশিদ, ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল সহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ওছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।