নিরপরাধ শিশুকে গুলি-এমপি লিটনের ওপর নাখোশ সরকার-চায় তাতক্ষনিক গ্রেফতার
হাইকোর্ট প্রতিবেদক: শিশু শাহাদাত হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় দুই মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটনকে বিচারিক আদালতে আত্মসমর্পণে হাইকোর্টের দেওয়া নির্দেশনা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর কাল বুধবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ মঙ্গলবার এই আদেশ দেন।
মনজুরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণে হাইকোর্টের দেওয়া নির্দেশনা স্থগিত চেয়ে আজ আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের ওপর শুনানি শুরু হলে আদালতের কাছে সময় চায় আসামিপক্ষ। শুনানির জন্য কাল দিন ধার্য করেন আদালত।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আপিল আবেদনের ওপর রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করলে আসামিপক্ষ আদালতের কাছে সময় চায়। আগামীকাল শুনানি হবে বলে আদালত দিন ধার্য করেছেন।
ওই মামলায় গতকাল সোমবার হাইকোর্ট মনজুরুলের আগাম জামিনের আবেদন খারিজ করেন। আসামিকে ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।গতকাল হাইকোর্টের আদেশের পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছিলেন, আত্মসমর্পণের নির্দেশনা-সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।
পুলিশ যাতে আসামিকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করতে পারে, সে জন্য হাইকোর্টের দেওয়া নির্দেশনা স্থগিতের আবেদন করা হবে।অন্যদিকে সাংসদ মনজুরুল গতকাল সাংবাদিকদের বলেন, আদালতের আদেশ অনুযায়ী তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন।২ অক্টোবর সাংসদ মনজুরুলের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শিশু শাহাদাত আহত হয়। দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।