• শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

নিম্নচাপ সংকেত ৪ নম্বর-সারা দেশে নৌ চলাচল বন্ধ


প্রকাশিত: ১০:১০ পিএম, ৫ নভেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৭৩ বার

 

বিশেষ প্রতিনিধি : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে নদ-নদী উত্তাল থাকায় সারা দেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা 00করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ শনিবার সন্ধ্যায় বিআইডব্লিউটিএ জানিয়েছে, রাত ৮টার পর থেকে দেশের সব স্থানে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নৌ চলাচল বন্ধ থাকবে বলে জানায় সংস্থাটি।

এদিকে আজ দুপুরে খারাপ আবহাওয়ার কারণে দেশের চারটি সমুদ্রবন্দরের সংকেত বাড়ানো হয়েছে। আজ দুপুর পর্যন্ত সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দুপুরের পর বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত নামিয়ে তার পরিবর্তে ৪ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

4যদিও নদী বন্দরে সারাদিন ২ নম্বর সতর্ক সংকেত দেখালেও সন্ধ্যার পর তা উঠিয়ে ৩ নম্বর করা হয়।আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সতর্কসংকেত জারি থাকা অবস্থায় এসব নৌযানকে গভীর সাগরে বিচরণ না করতে নির্দেশ দেওয়া হয়েছে।