• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

‘নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হোন’


প্রকাশিত: ৪:৩১ পিএম, ১৩ সেপ্টেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৩ বার

স্টাফ রিপোর্টার   :  দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নিজ নিজ অবস্থান 11থেকে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার সকালে ঈদুল আজহার নামাজ শেষে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

ঈদের দিন বলেই সরকারপ্রধানকে কাছে থেকে দেখতে পেয়েছেন অনেক। কেউ কেউ আবার নিজের সুখ-দুঃখের কথাও বলেছেন। প্রতিবছরের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়া সর্বস্তরের সাধারণ মানুষ।

বাংলাদেশের অগ্রযাত্রায় সবার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা নিরীহ মানুষকে হত্যা করছে তারা শান্তির ধর্ম ইসলামকে কলুষিত করছে।পরে  বিচারপতি, বাংলাদেশে নিযুক্ত বিদেশি মিশনগুলোর কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।