• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

‘নিজের ছেলেকে জানোয়ার হয়ে উঠতে দেবেন না’


প্রকাশিত: ৯:০৬ পিএম, ৬ জানুয়ারী ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৬৯ বার

বিনোদন রিপোর্টার  :  বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে নারীদের শ্লীলতাহানির ঘটনা পুরো ভারতজুড়ে aaaআলোড়ন সৃষ্টি করেছে। শ্লীলতাহানির ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। এবার এনিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা।

টুইটারে আনুশকা লিখেছেন, আপনার সন্তানকে নারীদের সম্মান করতে শেখান। নিজের ছেলেকে জানোয়ার হয়ে উঠতে দেবেন না।
এ ঘটনায় দোষী ছেলেদের সঙ্গে পাশে যারা দাঁড়িয়েছিলেন তাদেরও দোষ দিয়েছেন আনুশকা। তিনি লেখেন, আমি অবাক। সে দিন যারা দাঁড়িয়ে দেখছিলেন তারা কেউ কেন এগিয়ে এলেন না? এটা তো শুধু ওই ছেলেগুলোর দোষ নয়। দোষ গোটা সমাজের।