• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

নিজামীর সঙ্গে দেখা করতে কারাগারে পরিবারের সদস্যরা


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ৬ মে ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৫১ বার

গাজিপুর থেকে মোস্তফা কামাল প্রধান  :  মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির2 মাওলানা মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারে গেছেন তার পরিবারের সদস্যরা।শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে তারা কাশিমপুর কারাগারে পৌঁছেন।

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জাতিরকন্ঠকে জানান, শুক্রবার সকালে মতিউর রহমান নিজামীর পরিবারের ৬ সদস্য কাশিমপুর কারাগারে আসেন। পরে তারা আবেদন করলে বেলা ১১টার দিকে তাদের দেখা কর‍ার সুযোগ দেয়া হয়।

পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন- নিজামীর স্ত্রী সামছুন্নাহার, দুই ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান ও ডা. নাঈমুর রহমান, পুত্রবধূ রায়য়ান ও ফালুয়া এবং মেয়ে মহসিনা ফাতেমা।