• বুধবার , ১৪ মে ২০২৫

নিজামীর দাফন সাথিয়ার মনমথপুরে-লাশের অপেক্ষায় কবর————


প্রকাশিত: ১:২৯ এএম, ১১ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৫৩ বার

nizami_kabor-www.jatirkhantha.com.bd-2পাবনা প্রতিনিধি  :   মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে তার নিজ গ্রাম পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে দাফন করা হবে।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নিজামীর পরিবারের এক সদস্য। তবে তিনি নাম প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন।

পরিবারের ওই সদস্য বলেন, ‘আমরা দুইটি গাড়িতে করে এখন কেন্দ্রীয় কারাগারে যাচ্ছি, ওনার (নিজামী) সঙ্গে দেখা করতে। মৃত্যুদণ্ড কার্যকর হলে ওনাকে পাবনায় গ্রামের বাড়ি মনমথপুরেই দাফন করা হবে।’