• রোববার , ১৮ মে ২০২৫

নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:০৫ পিএম, ২৭ মে ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০৩ বার

ফেনী প্রতিনিধি  :  ফেনীর ছাগলনাইয়া ‍পৌরসভায় বিএনপির এক নেতার মরদেহ উদ্ধার করেছে 111পুলিশ। নিহত একরামুল হক মজুমদার (৬০) পৌরসভার হিছাছড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপির সদস্য ছিলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিখোঁজ হন।

শুক্রবার সকাল সাতটার দিকে হিছাছড়া ওয়ার্ড এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  তিনি ওই এলাকার মজুমদার বাড়ির মৃত বেলাল হোসেন মজুমদারের ছেলে।

ছাগলনাইয়া থানার পরিদর্শক (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, ‘মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’