• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

নিখুঁত টার্গেটে ১ গুলিতে এসপি বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করে ঘাতকচক্র


প্রকাশিত: ১:১৪ পিএম, ৫ জুন ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৪৪ বার

বিশেষ প্রতিনিধি  :   নিখুঁত টার্গেটে এক গুলিতেই চট্টগ্রামের আলোচিত ও সাহসী পুলিশ অফিসার Babul akter with wife-www.jatirkhantha.com.bdএসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতার (৩২) মৃত্যু নিশ্চিত করে ঘাতক চক্র। এমন নিখুঁতভাবে গুলি করার কারণে এই খুনে অংশ নিয়েছেন কোনো পেশাদার খুনি এমনই ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ জাতিরকন্ঠকে জানান, একটি ছোট পিস্তল দিয়ে চার রাউন্ড গুলি করা হয়। এর মধ্যে একটি ব্যবহৃত ও তিনটি অব্যবহৃত কার্তুজ ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। খুনিরা অত্যান্ত নিখুঁতভাবে নিহতের মুখের বাম পাশে কপালের নীচে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

এদিকে এ নির্মম ঘটনার তদন্ত শুরু করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। জব্দ করা হয়েছে বিভিন্ন আলামত। সংগ্রহ করা হচ্ছে আশপাশের থাকা বিভিন্ন ভবনের সিসিটিভির ফুটেজ।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোক্তার হোসেন জানান, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। এসপি বাবুল আক্তার ঢাকা থেকে চট্টগ্রাম আসছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল মর্গে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা রয়েছে।