• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

নায়িকা পূর্ণিমাকে এরশাদের ঈদ উপহার এসএ ওয়ার্ল্ডের গাউন


প্রকাশিত: ৪:৩১ এএম, ২৫ জুন ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৩১০ বার

বিশেষ প্রতিনিধি   :  এবার ঈদে নায়িকা পূর্ণিমাকে এসএ ওয়ার্ল্ড ফ্যাশন হাউসের গাউন উপহার দিলে purnima-earshad-www.jatirkhantha.com.bdসাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।  জানা গেছে, নগরীর ষোলশহরে একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন চট্টগ্রামের মেয়ে জনপ্রিয় তারকা অভিনেত্রী পূর্ণিমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পূর্ণিমা বলেন, আমি এমনিতেই গুছিয়ে কথা বলতে পারিনা। এর মধ্যে আবার সাবেক রাষ্ট্রপতির সামনে বক্তৃতা দেওয়া আমার জন্য রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার।

তবে যে মানুষটির সামনে বক্তৃতা দেওয়া তার জন্য ভয়ঙ্কর ব্যাপার বলেছেন পূর্ণিমা, সেই মানুষ সাবেক রাষ্ট্রপতি এরশাদই পূর্ণিমার জন্য ওই ফ্যাশন হাউজ থেকে একটি পোশাক পছন্দ করে দিয়েছেন। সেটি গ্রহণও করেছেন পূর্ণিমা।

purnima-2-www.jatirkhantha.com.bdশনিবার বিকেলে নরগীর ষোলশহরে এসএ ওয়ার্ল্ড হাউসের সামনে এসএ গ্রুপের নতুন প্রতিষ্ঠান এসএ ওয়ার্ল্ড ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শোরুম পরিদর্শনে যান এরশাদ। এসময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস, পূর্ণিমা ও সোলায়মান আলম শেঠ।

এরশাদসহ সবাইকে প্রথমে ষষ্ঠ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে ছেলেদের জন্য বিশ্বের বিভিন্ন নামিদামি ব্রান্ডের কাপড়ের সমাহার। এরপর পঞ্চম তলায় শিশুদের বিভিন্ন ধরনের সংগ্রহ ঘুরে দেখেন। সবশেষে চতুর্থ তলায় নারীদের কাপড়ের সংগ্রহ দেখেন এরশাদ। বিক্রয়কর্মীরা পূর্ণিমাকে একটি গাউন উপহার দিতে চাইলে এরশাদ দেখাতে বলেন।

এসময় তারা নেভি ব্লু ও গোল্ডেন কালারের কাপড়ের সংমিশ্রনে তৈরি একটি গাউন দেখান। এরশাদ সেটি পছন্দ করে পূর্ণিমাকে নিতে বলেন। বিক্রয় প্রতিনিধিরা একই ডিজাইনের আরও কাপড় দেখাতে চাইলে এরশাদ বলেন, আর লাগবে না। এটাই মানাবে ওকে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, এসএ গ্রুপের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সোলায়মান আলম শেঠ, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা বক্তব্য রাখেন।