• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

নায়িকার শরীর নিয়ে নোংরা টানাটানি-সেক্স বেলেল্লাপনা


প্রকাশিত: ৬:৪৭ পিএম, ২১ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৩০০ বার

সাইফুল বারী মাসুম   :   সিনেমাতো নয় যেন নায়িকার শরীর নিয়ে প্রদর্শনী। পুরো সিনেমায় নায়িকার PoriMoni-nud-www.jatirkhantha.com.bdসুন্দর শরীর নোংরা টানাটানি। কতটা শরীর দেখানো যায় সেটার প্রতিযোগীতা । যেন কোন সুন্দরী নারীর শরীর দিয়ে বাগান বানিয়ে অশ্লিলতা আর সেক্স বেলেল্লাপনা-। এই সিনেমাটির নামই হচ্ছে- নগর মাস্তান।

111আবারো নগ্ন ও অশ্লীলতার দায়ে সেন্সর থেকে বাতিল ঘোষণা করা হলো পরীমনি অভিনীত ছবি “নগর মাস্তান”। ছবিটিতে পরীমনির সাথে অভিনয় করেছেন জায়েদ খান। ছবিটি এর আগে ৫ ফেব্রুয়ারি সেন্সরে জমা হয় ১২ ফেব্রুয়ারি সেন্সর থেকে ফিরিয়ে দেওয়া হয় অশ্লীলতা এবং সহিংস দৃশ্যের অভিযোগে।

112পরে প্রযোজক মোহাম্মাদ সফিকুল ইসলাম আপিল করলে দৃশ্য কর্তন ও পুনরায় দৃশ্যধারণ করার শর্তে তা মঞ্জুর করা হয়। তবে শর্ত মেনে কাজ শেষ করে দুই সপ্তাহ আগে আবারো সেন্সরে জমা দিলে একই অভিযোগে গত ১৯ মে পুনরায় ছবিটিকে বাতিল ঘোষণা করা হয়। ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রাকিব আর প্রযোজনায় মোহাম্মদ সফিকুল ইসলাম।