• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

নায়িকার ‘গর্জিয়াস’ ছেলে নিয়ে মহাআলোচনা


প্রকাশিত: ২:৫৪ পিএম, ৩ জুন ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০৩ বার

অনলাইন ডেস্ক রিপোর্টার : নায়িকার ‘গর্জিয়াস’ ছেলে নিয়ে মহাআলোচনা চলছে। অনেক প্রতিক্ষার পর অবশেষে karina-son-www.jatirkhantha.com.bdমা কারিনা কাপূরের কোলে দেখা মিলল তৈমুরের। গত ডিসেম্বরে জন্মের পর থেকেই লাইমলাইটে রয়েছে সাইফ আলি খান ও কারিনা কাপূরের ছেলে। বহুবার মিডিয়া মা-ছেলেকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছেন। তবে তাতে ব্যর্থ হয়েছেন।

প্রতিবারই কোন না কোন কারণে ঠিকমতো মেলেনি তৈমুরের দেখা। অবশেষে সাফল্য পেল মিডিয়া। এই প্রথম মায়ের কোলে দেখা মিলল তৈমুরের। সম্প্রতি তুষার কাপূরের ছেলের জন্মদিনের পার্টিতে ছেলেকে নিয়ে গিয়েছিলেন কারিনা। গাড়ি থেকে নামার সময় মা-ছেলেকে ফ্রেমবন্দি করেন সাংবাদিকরা।

এর আগে এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, ‘আমার ছেলে খুবই গর্জিয়াস। খুব তাড়াতাড়ি আপনারা ওকে দেখতে পাবেন।’ সেই প্রমাণ এ দিন হাতে নাতে পাওয়া গেল। আনুষ্ঠানিক ভাবে খান দম্পতি ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার আগেই তা প্রকাশ হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে এবার ছেলেকে নিয়ে হাসিমুখেই ছবি তুললেন কারিনা। বলিউড লাইফ।