• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

নায়িকার খোলামেলা শরীরে সাকিবের আদর!


প্রকাশিত: ১১:২৭ এএম, ২০ মে ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪৪৩ বার

 

বিনোদন রিপোর্টার :  এটা কি বেডসিন না নাকি অন্যকিছু? দেখেতো সবাই মনে করতে পারেন 1নায়িকার খোলামেলা শরীরে আদর করছে সাকিব? নায়িকার এই চিত্র আপনি যাই ভাবুন না কেন এটা হচ্ছে সাকিবের বসগিরি। কেমন হচ্ছে সাকিবের বসগিরি। নবাগতা বুবলি সংবাদ পাঠ শেষে কিভাবে নায়কের সঙ্গে খোলামেলা শরীর নিয়ে চিত্রনাট্য আকেন সেটাই এখন দেখার বিষয়।

তবে বুবুলি কিছুটা যেন আতংকিত বললেন-‘ভাবতেই গা ছমছম করছে। প্রথম শটেই শাকিব খানকে চড় মারতে হবে। তাই অনেকটা নার্ভাস।’ নিজের শুটিং নিয়ে বললেন নবাগত নায়িকা বুবলি। এফডিসিতে চলছে বসগিরির শুটিং। আর শট দিতে যাচ্ছেন বুবলি। যেখানে শাকিব খানের গালে কষে একটি চড় দিতে হবে তাকে।

11বুবলি ছিলেন সংবাদ উপস্থাপিকা আর এখন নায়িকা। পড়তেন সংবাদ আর এখন নিজেই সংবাদের খোড়াক। তাই কিছুটা নার্ভাস হলেও যথেষ্ট আত্মবিশ্বাসী বুবলি। তিনি বলেন, ‘যদিও অভিনয়ের সাথে সম্পৃক্ত নই, তারপরও চেষ্টা করব সেরাটা ঢেলে দিতে। ভাবছি, শটটা যেন ফার্স্ট টেকেই ওকে হয়।’

উল্লেখ্য, শামীম আহমেদ রনির পরিচালনায় ‘বসগিরি’ ছবিতে শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়ে সম্প্রতি আলোচনায় আসেন এই লাস্যময়ী।প্রথম ছবিতে নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয়ের বিষয়ে বুবলি বলেন, ‘আমি অনেক বেশি অ্যাকসাইটেড। একে তো চলচ্চিত্রে কাজ করছি, তাও আবার সুপারস্টার শাকিব খানের বিপরীতে।

তিনি অনেক বড় শিল্পী। আমি শাকিব খানের সঙ্গে শুটিং করতে ভয় পাচ্ছি। এর আগে সংবাদ পাঠ করেছি কিন্তু অভিনয়টা এই প্রথমবারের মতো। ভয়, উত্তেজনা সবই কাজ করছে। তবে আমার বিশ্বাস, আমি ভালো করতে পারব। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

চলচ্চিত্রে আসার গল্পটা কী জানতে চাইলে বুবলি বলেন, “চলচ্চিত্রে কাজ করার কোনো চিন্তা মাথায় ছিল না। বেশ কয়েক মাস আগে পরিচালক শামীম আহমেদ রনি ভাই আমাকে শাকিব খান প্রযোজিত ‘প্রিয়ারে’ ছবির নায়িকা হওয়ার প্রস্তাব দেন।

টিভিতে সংবাদ পাঠ করতে দেখার পরই পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেন। নায়িকা হওয়ার বিষয়টি প্রথমে আমার পরিবার মানতে চায় না, কিন্তু পরে পরিবারের সঙ্গে কথা বলে সবাইকে রাজি করানো হয়।

আমিও নতুন করে নিজেকে তৈরি করতে শুরু করি। কিন্তু হঠাৎ করেই ‘বসগিরি’ ছবি থেকে যখন অপুদি (অপু বিশ্বাস) এই ছবি থেকে সরে দাঁড়ান, তখন পরিচালক আমাকে কাজটি করার প্রস্তাব দেন। সব মিলিয়ে হঠাৎ করেই হয়ে গেছে। আর ওদিকে ‘প্রিয়ারে’ ছবির চিত্রনাট্য লেখা হচ্ছে।”