• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

নায়িকার অবৈধ সন্তান প্রমাণে নায়কের ডিএনএ পরীক্ষা নিয়ে তোলপাড়


প্রকাশিত: ১০:৩০ পিএম, ৯ মে ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮২ বার

 

দিনা করিম :    নায়িকার অবৈধ সন্তান প্রমাণে নায়কের ডিএনএ পরীক্ষা নিয়ে তোলপাড় । পিতৃত্বের 22পরীক্ষা দিতে হবে ব্র্যাড পিটকে! অভিনেত্রী মেলিশার দাবি তার সন্তান পিটের। এর সত্যতা জানতে ব্র্যাডের কাছে ‘DNA’ টেস্ট চাইলেন অ্যাঞ্জেলিনা।

সম্প্রতি মেলিশা একটি টক শো-তে এসে বলেন, ‘পিটের ডোনেট করা স্পার্ম নিয়েই সন্তানের জন্ম দিয়েছেন তিনি’। মেলিশার একথায় রেগে আগুন অ্যাঞ্জি। পিটকে ডিএনএ টেস্ট করাতেও বলেন তিনি।

যদিও মেলিশায় একথা অস্বীকার করেছেন পিট। সেই সঙ্গে তিনি বলেন, ‘মেলিশার সন্তান আমার নয়। তাই কোন রকম পরীক্ষা আমি দিতে পারব না’।