• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

নায়কের ডিভোর্সী স্ত্রীর প্রতারণায় তোলপাড়


প্রকাশিত: ৪:৩৩ এএম, ২০ জুন ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

বিনোদন রিপোর্টার   :   হৃত্বিক রোশনের সঙ্গে ডিভোর্সের পর ফের শিরোনামে সুজান খান। তবে 44যক্তিগত জীবন নয়, বরং প্রফেশনাল লাইফ নিয়েই বিপাকে তিনি। সুজানের বিরুদ্ধে ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের করেছে গোয়া পুলিশ। তার বিরুদ্ধে ১.৮৭ কোটি টাকা প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

সুজান খান অনেকদিন ধরেই ইনটেরিয়র ডিজাইনিংয়ের ব্যবসা করছেন। সফল ডিজাইনার হিসেবে তার বলিউডে বেশ পরিচিতি রয়েছে। ২০১৩ সালে একটি রিয়েল এস্টেট কোম্পানি সুজানকে একটি বড় কাজের অফার দেয়। সুজান নিজেকে আর্কিটেক্ট বলে পরিচয় দিয়েছিলেন বলে দাবি ওই সংস্থার।

১.৮৭ কোটি টাকার যে কাজ সুজান করেন তা যথাযথ হয়নি বলেও ওই সংস্থার অভিযোগ। এর পর কাউন্সিল অফ আর্কিটেকচারে সুজানের রেজিস্ট্রেশন নম্বর জানতে চায় তারা। সংস্থার দাবি, সুজান তা দেখাতে পারেননি। এর পর পুলিশের দ্বারস্থ হয় ওই সংস্থা। সুজানের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি আইনের ৪২০ ধারায় মামলা দায়ের করেছে গোয়া পুলিশ।