• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

নায়কের চেয়ে বেশী টাকা পদ্মাবত নায়িকার


প্রকাশিত: ৬:০৬ পিএম, ২৬ জানুয়ারী ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৪১ বার

বিনোদন রিপোর্টার :  দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শহীদ কাপুর অভিনীত বহুল আলোচিত সিনেমা পদ্মাবত নিয়ে ??????????????????????????সহিংসতা ছাড়াও এর আর্টিস্টদের পারিশ্রমিক নিয়েও চলছে বিতর্ক।  বলিউডে নায়কের তুলনায় নায়িকাদের পারিশ্রমিক কম। পারিশ্রমিকের এই বৈষম্য দীর্ঘদিন ধরেই চলে আসছে। এ নিয়ে কঙ্গনা রানাউতসহ অনেকেই নানা সময়ে প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার ভারতে মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শহীদ কাপুর অভিনীত বহুল আলোচিত সিনেমা পদ্মাবত। সঞ্জয়লীলা বানশালী পরিচালিত সিনেমাটিতে রানী পদ্মিনীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই সিনেমায় অভিনয়ের জন্য ১১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন দীপিকা! এক টেলিভিশন অনুষ্ঠানে দীপিকাকে এ নিয়ে প্রশ্ন করা হয়। দীপিকা কি অভিনেতা রণবীর সিং ও শহীদ কাপুর থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন? জবাবে দীপিকা বলেন, হ্যাঁ। যদিও ঠিক কত টাকা তাকে দেয়া হয়েছে জানতে চাইলে সুকৌশলে এড়িয়ে যান তিনি। দীপিকা ১১ কোটি টাকা পেলেও আলাউদ্দিন খিলজির চরিত্রে তার প্রেমিক রণবীর পেয়েছেন ৭-৮ কোটি টাকা।

??????????????????????????????পদ্মাবত-সহিংসতা, দিল্লিতে স্কুল বন্ধ

বলিউডের চলচ্চিত্র ‘পদ্মাবত’- এর মুক্তি নিয়ে ভারতের দিল্লির গুরগাঁও, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীরে সহিংস বিক্ষোভ হয়েছে।সিনেমাটির মুক্তিকে ঘিরে ভারতের বিভিন্ন রাজ্যের একাধিক স্থানে গতকাল বুধবার হামলা হয়েছে। হরিয়ানার একটি সরকারি বাসে আগুন দেয়ার পর ওই সড়ক ধরে যাওয়া স্কুলের শিক্ষার্থীদের একটি বাসে হামলা চালানো হয়।

বিক্ষুব্ধদের নিক্ষিপ্ত পাথরে স্কুল বাসটির অধিকাংশ জানালার কাঁচ ভেঙে যায়, আতঙ্কিত শিশুদের চিৎকার সত্বেও পাথর নিক্ষেপ বন্ধ করা হয়নি। স্কুলটির একজন শিক্ষক ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, ‘পুলিশ সামনেই ছিল, কিন্তু বিক্ষোভকারীরা তাদের পাত্তাই দিচ্ছিল না’।

এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সিনেমাটির মুক্তির দিনে সহিংসতার আশঙ্কায় গুরগাঁওয়ের বেশ কিছু স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভারতজুড়ে মুক্তি পেলো ঐতিহাসিক কাহিনি নির্ভর বহুল আলোচিত ‘পদ্মাবত’।

বিক্ষোভকারীদের অভিযোগ, চলচ্চিত্রটিতে রানী পদ্মীনির সঙ্গে খিলজির প্রেম দেখানো হয়েছে; এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছেন চলচ্চিত্রটির নির্মাতা। কিন্তু তাতেও ছবিটিকে কেন্দ্র করে শুরু হওয়া প্রতিবাদ, বিক্ষোভ, সহিংসতা থামেনি।

উত্তর প্রদেশে জোর করে দোকানপাট বন্ধ রাখতে বাধ্য করা হয়। গুজরাটে যানবাহনে হামলা করা হয়। মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মির রাজ্যে সহিংস প্রতিবাদ হয়েছে। সহিংসতা এড়াতে দিল্লির গুরগাঁওয়ে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিনেমা হলের ২০০ মিটারের মধ্যে বিক্ষোভকারীদের আসতে দেয়া হবে না। তারপরও সহিংসতার আশঙ্কায় দিল্লির প্রায় ৪০টি সিনেমা হল কর্তৃপক্ষ ছবিটি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।