• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

নায়করাজ রাজ্জাক গুরুতর অসুস্থ-ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে স্থানান্তর


প্রকাশিত: ১২:০৬ এএম, ২৯ জুন ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৩৬ বার

স্টাফ রিপোর্টার.ঢাকা:  নায়করাজ রাজ্জাক গুরুতর অসুস্থ হয়েছেন। তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। নায়ক রাজ্জাকের পরিবার সূত্রে জানা গেছে, শ্বাসকষ্টের কারণে শুক্রবার নায়করাজকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোববার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে স্থানান্তর Nayok rajjak-www.jatirkhantha.com.bdকরা হয়।

এ ব্যাপারে রাজ্জাকের ছোট ছেলে নায়ক সম্রাট জানান, শুক্রবার রাজ্জাকের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সম্রাট তাঁর পরিবারের পক্ষে দেশি চলচ্চিত্রের জীবন্ত এই কিংবদন্তির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।