• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

নাসিরের আঘাতে খোড়াচ্ছে ইংল্যান্ড


প্রকাশিত: ৭:৪৭ পিএম, ১২ অক্টোবর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬৮ বার

স্পোর্টস ডেস্ক রিপোর্টার  : অবশেষে নাসিরের আঘাত পড়ল উইকেট অতঃপর খোড়াচ্ছে ইংল্যান্ড। জেমস ভিন্স ও সিরিজে 11প্রথমবারের মতো খেলতে নামা স্যাম বিলিংসের উদ্বোধনী জুটি দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল বাংলাদেশকে। তবে বল হাতে পেয়ে নিজের প্রথম ওভারেই ভিন্সকে (৩২) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেছেন নাসির হোসেন। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখার সময় ১২ ওভারশেষে এক উইকেটে অতিথিদের সংগ্রহ ৬৩ রান।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বল হাতে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। আগের ম্যাচে চার উইকেট নেওয়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রথম ওভারই ছিল মেডেন।

এর আগে মুশফিকুর রহিমের অপরাজিত ৬৭ রানের চমৎকার ইনিংসে ভর করে ৬ উইকেটে ২৭৭ রান করেছে বাংলাদেশ। দলকে ভালো সংগ্রহ এনে দিতে সাব্বির রহমান (৪৯), ইমরুল কায়েস (৪৬), তামিম ইকবাল (৪৫) ও মোসাদ্দেক হোসেনের (অপরাজিত ৩৮) অবদানও কম নয়।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। আরেকটি কীর্তিও গড়েছেন চট্টগ্রামের ‘ঘরের ছেলে’। তামিম ইকবালকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি গড়েছেন তিনি। দুই বাঁহাতি ওপেনারের ৮০ রানের রেকর্ড জুটির পর একসময় অস্বস্তিতে পড়ে গিয়েছিল মাশরাফির দল। কিন্তু মুশফিক-মোসাদ্দেকের ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি শেষ পর্যন্ত লড়াই করার মতো সংগ্রহ এনে দিয়েছে স্বাগতিক দলকে।