নাশকতার প্রস্তুতিকালে খিলগাঁও কমলাপুর থেকে জেএমবির আমিরসহ চার পাকরাও
স্টাফ রিপোর্টার : নাশকতার প্রস্তুতিকালে রাজধানীর খিলগাঁও ও কমলাপুর এলাকা থেকে জেএমবির চারজনকে আটক করেছে র্যাব। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ঢাকা জেলার আমির। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের দাবি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় ওই দাবি জানানো হয়। র্যাবের খুদে বার্তার ভাষ্য অনুযায়ী, নাশকতার প্রস্তুতিকালে রাজধানীর খিলগাঁও ও কমলাপুর এলাকা থেকে জেএমবির ওই চারজনকে আটক করা হয়।
র্যাবের দাবি, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে আবদুল বাতেন ওরফে খায়রুল ইসলাম ওরফে মামুনুল হক জেএমবির ঢাকা জেলার আমির। আটক হওয়া বাকি তিনজনের নাম-পরিচয় জানায়নি র্যাব। র্যাবের ভাষ্য, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র, গুলি, পেট্রলবোমা, আইডি, বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।