• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

নাশকতার প্রস্তুতিকালেমতিঝিলে ককটেলসহ ৬ ছাত্রশিবির নেতা আটক


প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৮ নভেম্বর ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬১ বার

handcuffস্টাফ রিপোর্টার: নাশকতার প্রস্তুতিকালে রাজধানীর মতিঝিলে ককটেলসহ ছাত্রশিবিরের ছয় নেতাকে আটক করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে শুক্রবার নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার এসআই শেখ মফিজুর রহমান শনিবার জানান, গোপন সংবাদে শুক্রবার বিকেলে আরামবাগের একটি বাসায় অভিযান চালিয়ে ছাত্রশিবিরের থানা পর্যায়ের ওই ছয়জনকে আটক করা হয়।এসআই জানান, আটকদের কাছ থেকে ১১টি ককটেল ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার হয়েছে।