‘নাশকতাকারীদের পাকরাও করে জিতে নাও লাখ টাকা’

করে জিতে নাও লাখ টাকা’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামানের পর এবার শিল্পমন্ত্রী আমীর হোসন আমু ঘোষনা করলেন ‘নাশকতাকারীদের পাকরাও করে জিতে নাও

যারা বোমা ছুড়বে ও গাড়িতে আগুন দেবে, তাদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে । আজ বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।

৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে শুরু হওয়া সহিংসতায় গতকাল পর্যন্ত নিহত হয়েছেন ২৮ জন।
৬ জানুয়ারি থেকে এই অবরোধ চলছে। ৪ জানুয়ারি থেকে সংঘাতের শুরু। ওই দিন থেকে আজকে পর্যন্ত ২৬৫টি যানবাহনে আগুন দেওয়া হয়। অন্তত ৩৫৫টি গাড়ি ভাঙচুর করা হয়।
মন্ত্রী জানান, গতকাল মঙ্গলবার রাতে ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৩৪ জনই বিএনপির। বাকিরা জামায়াত-শিবিরের।
কেউ কোনো সহিংসতাকারীকে চিহ্নিত করতে পারলে মন্ত্রী তাঁকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয় বা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছেন। আর এ জন্য খুব শিগগিরই হটলাইন (একটি নির্দিষ্ট টেলিফোন নম্বর) দেওয়া হবে।