• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

নারায়নগঞ্জে সেনা মোতায়েনের প্রয়োজন নেই-জনগণই আমার সেনাবাহিনী: আইভী


প্রকাশিত: ১:৪০ পিএম, ২৪ নভেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার

 

নারায়নগঞ্জ প্রতিনিধি  :    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে সেনা বাহিনী মোতায়েনের প্রয়োজন নেই 23বলে জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।সেনা বাহিনী মোতায়েন প্রসঙ্গে বিএনপির দাবি নিয়ে

এক প্রশ্নের জবাবে আইভী বলেন, নারায়নগঞ্জের জনগণই তার সেনা বাহিনী। সুতরাং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দরকার আছে বলে মনে করেন না তিনি।

অপর এক প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সদ্য সাবেক এই মেয়র বলেন, আইভী আর নৌকা কখনও বিচ্ছিন্ন ছিল না, আইভী আর নৌকা একই। মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার সঙ্গে উল্লেখযোগ্য স্থানীয় আওয়ামী লীগের নেতা না থাকা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঁচজনের বেশি সঙ্গে আনা যাবে না মর্মে বিধি নিষেধ থাকায় অনেকেকেই তিনি সঙ্গে আনতে পারেননি বলে জানান।

নারায়ণগঞ্জ ক্লাবের দ্বিতীয় তলায় নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদারের কাছে আজ শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন আইভী। এসময় তার সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সোনারগাঁও আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার, সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহবায়ক রাফিউর রহমান রাব্বি, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রাশেদ রাসু।নাসিক নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর। আর ভোট অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।