• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

নারী সাংবাদিককে যৌন হয়রানির বিচার দাবি সংসদে


প্রকাশিত: ৭:২০ পিএম, ২০ জানুয়ারী ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১১৭ বার

ডেস্ক রিপোর্টার  :  সরকার পরিচালিত গণমাধ্যম পাকিস্তান টেলিভিশন-পিটিভিতে নারী

যৌন হয়রানির শিকার পিটিভি'র নারী সাংবাদিক তানজিলা মাজহার
যৌন হয়রানির শিকার পিটিভি’র নারী সাংবাদিক তানজিলা মাজহার

সংবাদকর্মীকে যৌন হয়রানির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দেশটির রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি। শুক্রবার জাতীয় পরিষদের সচিবালয়ে এ বিষয়ক একটি দৃষ্টি আকর্ষণী নোটিস জমা দিয়েছে দলটি।

নোটিসের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের মানবাধিকার মন্ত্রণালয়কে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পিপিপি। সম্প্রতি পিটিভির সাংবাদিক ও উপস্থাপিকা তানজিলা মাজহার অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির কারেন্ট অ্যাফেয়ের্স পরিচালক আগা মাসুদ তাকে যৌন হয়রানি করেন।

এক লিখিত অভিযোগে তিনি জানান, মাসুদ কর্তৃক লাঞ্ছিত হয়েছেন তিনি এবং এ বিষয়ে বিস্তারিত তদন্ত কমিটির সামনেই উপস্থাপন করবেন। আর এ ঘটনায় চাকরি থেকেও ইস্তফা দিয়েছেন তানজিলা। যদিও তার সহকর্মীরা তাকে পিটিভি’র সম্মান নিয়ে খেলতে বারণ করেছেন বলেও জানান তিনি।

তানজিলার অভিযোগ, মাসুদের বিষয়ে আগেও একাধিকবার নারী কর্মীরা লিখিত অভিযোগ করেছেন। তবে অজ্ঞাত কারণে পরে সে সব অভিযোগ তুলে নিতে বাধ্য হয়েছেন তারা।