• বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪

নারী সঙ্গীর ঘনিষ্ঠতার মধুর শয্যা সময়..


প্রকাশিত: ৯:৩৩ পিএম, ২৬ জুলাই ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮৫ বার

1111111111111111111 ডেইলি মেইল অবলম্বনে দিনা করিম.ঢাকা:   ডেইলি মেইল ২৩০০ মহিলা-পুরুষের উপর এক সমীক্ষা চালিয়ে শয্যায় সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার মধুর সময় বের করেছে।এতে বলা হয়েছে, গতে বাঁধা সময় বলে কিছু হয় না। দিনভর যে কোনও সময় জাগতে পারে মিলনের ইচ্ছা। কিন্তু সম্প্রতি এক সমীক্ষা বলছে, মহিলারা রাত ১১টা ২১ মিনিটের পর শয্যায় বেশি ঘনিষ্ঠ হতে পছন্দ করেন। পালটা পুরুষেরা সকাল ৭টা ৫৪ মিনিটে, বলা ভালো অফিস যাওয়ার আগে ঘনিষ্ঠতা পছন্দ করেন।

সমীক্ষা আরও বলছে, মহিলারা সবথেকে বেশি উত্তেজিত থাকেন রাত এগারোটা থেকে মধ্যরাত দুটো পর্যন্ত। অন্যদিকে, পুরুষেরা এই অবস্থায় থাকেন ভোর পাঁচটা থেকে ন’টা পর্যন্ত।

ডেইলি মেলে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, প্রাতঃরাশ সারার আগেই সঙ্গিনীর সঙ্গে ঘনিষ্ঠ হতে বেশি পছন্দ করেন ছেলেরা। অন্যদিকে, মেয়েদের প্যাশন রাতে বেশি প্রকাশ পায়। ব্রিটেনে প্রায় ২৩০০ জন মহিলা-পুরুষের উপর এক সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছেন গবেষকরা।