নারী ভাগ্য ভিলেন থেকে নায়ক যুবরাজ
অনলাইন ডেস্ক : ফিরে এলেন যুবরাজ। অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।ভবিষ্যৎ বাণী করেছিলেন স্ত্রী ভাগ্যেই দলে ফিরবেন যুবরাজ সিং। কী আশ্চর্য, কথাটি গিলতে না গিলতেই দলে ফিরে এলেন যুবরাজ।
ভারতের জার্সি শেষ চাপিয়েছিলেন মাস বিশেক আগে। এরপর আর জাতীয় দলের ছায়াও মাড়াতে পারেননি। বয়সও ছুঁয়েছে মধ্য ত্রিশের কোটা। যুবরাজের দলে ফেরার পক্ষে বাজি ধরার লোক খুঁজে পাওয়াটা কষ্টকরই ছিল।
যুবরাজের বাবাই কেবল পুত্রকে ভারতীয় দলে দেখার জন্য মাঝে মধ্যেই শোরগোল ফেলে দিচ্ছিলেন। কখনো স্ত্রীভাগ্য কখনো বা পুত্রের বিপক্ষে মহেন্দ্র সিং ধোনির ষড়যন্ত্রের কথা বলে। কিন্তু যুবরাজ ঠিকই নিজের মতো করে কাজ চালিয়ে গেছেন। স্থানীয় বিজয় হাজারে ট্রফিতে এমন পারফরম্যান্স দেখাচ্ছেন যে, নির্বাচকদের বাধ্য করলেন তাঁকে দলে টানতে। ধোনির দলেই ডাক পেলেন যুবরাজ।
ফেরাটা হলো একেবারে সময়মতো, বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে! এক টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সে দল থেকে বাদ পড়েছিলেন। আরেক টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে ঠিক তখনই ফিরলেন দলে। কাকতালীয় ঘটনা না কি ভাগ্য!
জানুয়ারিতে শুরু হওয়া অস্ট্রেলিয়া সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এই ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে, এক বিশ্বকাপে ভিলেন বনে যাওয়া যুবরাজ নায়কের বেশেই ফিরতে পারবেন কি না আরেক বিশ্বকাপে।