• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতিসহ ২০ সদস্যকে হত্যার হুমকি


প্রকাশিত: ৩:০৮ এএম, ১৯ জুলাই ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৭৩ বার

নারাযনগঞ্জ প্রতিনিধি  :   নারায়ণগঞ্জ: জেলায় ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত ঐহিত্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব 22লিমিটেডের সভাপতি মাহমুদ হোসেনসহ ২০ সদস্যকে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি মাহমুদ হোসেন সোমবার রাত সাড়ে ৮টায় সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমাকেসহ আমাদের ক্লাবের ২০ সদস্যকে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।

তবে সাংবাদিকদরা তাকে প্রশ্ন করলেও কারা চিঠিটি পাঠিয়েছে অথবা চিঠিতে আর কার কার নাম রয়েছে এ বিষয়ে মাহমুদ হোসেন আর বিস্তারিত কিছুই বলেননি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। কোন মামলা অথবা জিডি হয়নি।’

নগরীর বঙ্গবন্ধু সড়কের অবস্থিত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সদস্য সংখ্যা এক হাজার ৪০০। ক্লাবের নিজস্ব কমিউনিটি সেন্টার, মার্কেট, রেস্ট হাউজ, ক্যাটারিং সার্ভিস, ডিপার্টমেন্টাল স্টোর, বার, সুইমিং পুল, টেনিস কোর্ট ও জিমনেশিয়াম রয়েছে।