• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

নারায়ণগঞ্জ আইভী’র যোগ্যতার প্রমাণ দিলেন শেখ হাসিনা


প্রকাশিত: ১:৪৮ এএম, ১৯ নভেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬০ বার

iবিশেষ প্রতিনিধি  :  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ  এ তথ্য নিশ্চিত করেছেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।এর আগে তৃণমূলের পক্ষ থেকে দলের প্রার্থী হিসেবে তিনজনের নাম প্রস্তাব করা হয়। ওই প্রস্তাবে সেলিনা হায়াৎ আইভীর নাম ছিল না।

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের ওই সভায় আরও সিদ্ধান্ত হয়, জেলা পরিষদ নির্বাচনে যারা দলীয় সমর্থন চেয়ে আবেদন করেছেন, তাদের মধ্য থেকে দলীয় সমর্থন প্রদানের ক্ষেত্রে জনমত জরিপকে অগ্রাধিকার দেয়া হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদেরকে অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে প্রতিটি জেলা থেকে ১৫টি ওয়ার্ডে ১৫ জন এবং সংরক্ষিত ৫ জন মহিলা সদস্যের নাম সুপারিশ করে আগামী ৭ দিনের মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।