• মঙ্গলবার , ১৪ জানুয়ারী ২০২৫

নারায়ণগঞ্জে একই পরিবারের ৫ জনকে জবাই


প্রকাশিত: ১১:৪৬ পিএম, ১৬ জানুয়ারী ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৩২ বার

111নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নারায়ণগঞ্জ শহরের ২নং বাবুরাইলের বেপারি পাড়ার একটি বাসা থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে বলে জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) ফোরকান শিকদার সমকালকে নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে ২ জন নারী, ২ শিশু ও একজন পুরুষ। নিহতরা হলেন- তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া(৫), ভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়া (২৫)।

স্থানীয়রা জানান, বাবুরাইল এলাকার ৬তলা ওই বাসার মালিক ইছমাইল হোসেন আমেরিকাপ্রবাসী। বাড়িটির নিচতলার একটি ফ্ল্যাটে তারা ভাড়া থাকতেন।

কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। দুর্বৃত্তরা শনিবার রাতে ওই বাসার ভেতরে ৫ জনকে গলাকেটে হত্যার পর পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও র‌্যাবের একাধিক দল।

তারা ঘটনার কারণ জানার চেষ্টা করছেন। রাত ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ বাসাটি ঘিরে রেখেছে। হত্যাকাণ্ডের খবর শুনে আশপাশের এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।