• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

নানা তালবাহানা’য় বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী কানাডায় তদবিরে বহাল-


প্রকাশিত: ৬:২৩ পিএম, ১৪ আগস্ট ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭৯ বার

কানাডা প্রতিনিধি    :   নানা তালবাহানায় বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী এখনও বহাল তবিয়তে কানাডায় অবস্থান করছে। যদিও mardarar Nur-www.jatirkhantha.com.bdবলা হচ্ছে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে কিন্তু আদতে বিয়ষটি এখনও দৃশ্যমান হয়নি।

কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে সেখানে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনার।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ট্রুডো চিঠিটি বিবেচনার জন্য মিনিস্ট্রি অফ ইমিগ্রেশন, রিফুজি এবং সিটিজেনশিপ মন্ত্রী জন ম্যাকক্যালুমের কাছে পাঠান। পরে তা ব্যবস্থা নেয়ার জন্য পাবলিক সেফটি অ্যান্ড ইমার্জেন্সি মন্ত্রী রালফ গোডেলের কাছে পাঠান হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। তবে ফলাফল কি হবে তা নিশ্চিত করা হয়নি।

এদিকে, টরেন্টোতে অবস্থানরত বঙ্গবন্ধু হত্যার খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে বিগত কোনো হাই কমিশনারই ভূমিকা রাখতে পারেননি। বরং বিদায়ী হাই কমিশনার কামরুল আহসান তিন বছর মেয়াদকালে নীরব থেকে বদলী হবার পূর্বে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ এবং তার বিনিময়ে একটি ল’ফার্মের সাথে দেন দরবার করে গেছেন বলে জানা গেছে।

এদিকে অভিজ্ঞ মহল মনে করেন, দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে বিনিময় চুক্তির প্রচেষ্টার বদলে এ ধরণের প্রাইভেট লবিস্টের সঙ্গে বিপুল পরিমাণ অর্থের বদলে চুক্তি অর্থ অপচয়ের নামান্তর।