• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

নাটোরে বাস-লেগুনার সংঘর্ষে নিহত:১৩


প্রকাশিত: ৭:২৫ পিএম, ২৫ আগস্ট ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৭৭ বার

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার ক্লিক মোড়ে নাটোর-পাবনা মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তবে নিহতের অধিকাংশই নাটোর ও পাবনা জেলার বাসিন্দা। তাদের মধ্যে দুই শিশু, ৫ পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। নিহত সবাই লেগুনার যাত্রী। স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী চ্যালেঞ্জার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বনপাড়া থেকে ঈশ্বরদীগামী লেগুনার সংঘর্ষ ঘটে।

এতে এ হতাহতের ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসূন নূর ঘটনার সত্যতা স্বীকার করে অনলাইন দৈনিক জাতিরকন্ঠকে জানান, উদ্ধার কাজ চলছে। বিস্তারিত রিপোর্ট পেতে অপেক্ষা করতে হবে।