• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

নাচোর ফাউলে রেকর্ড করলো রোনালদো


প্রকাশিত: ২:০৩ এএম, ১৬ জুন ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৬ বার

স্পোর্টস রিপোর্টার  :  নাচোর ফাউলে রেকর্ড করলো রোনালদো।   ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারে কত রেকর্ড Ronaldo-www.jatirkhantha.com.bdগড়েছেন? নিজেও হয়তো বলতে পারবেন না। তবে আজ এমন এক রেকর্ড গড়েছেন, সেটা গর্ব করে বলতে পারবেন আজীবন। প্রথম কোনো পর্তুগিজ খেলোয়াড় হিসেবে টানা চার বিশ্বকাপে গোল করে ফেললেন রোনালদো।

জানা গেছে,  ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলতে নেমে এক গোল করেছিলেন। ২০১০ বিশ্বকাপেও একটি। দুঃস্বপ্নের ২০১৪ বিশ্বকাপটা গ্রুপ পর্বে শেষ হলেও নামের পাশে এক গোল লেখা হয়ে গিয়েছিল রোনালদোর। আর আজ বিশ্বকাপে মাঠে নামার ৪ মিনিটের মধ্যেই সেরে ফেললেন সে দায়িত্ব।

গোল যে পাচ্ছেন সেটা অবশ্য তৃতীয় মিনিটেই বোঝা গেছে। তাঁকে থামাতে ডি-বক্সে যখন ফাউল করে বসলেন নাচো। পেনাল্টি পেল পর্তুগাল। আর পেনাল্টি থেকে গোল করার দায়িত্বটা রোনালদোকে তো চোখ বুঝে দিয়ে দেবেন বিশ্বের যে কোনো কোচ! রোনালদো হতাশ করেননি। ডেভিড ডি গেয়া উল্টোদিকে ঝাঁপ দিয়ে কাজটাও সোজা করে দিলেন। টানা চার বিশ্বকাপে গোল হয়ে গেল পর্তুগিজ অধিনায়কের।
এ তো গেল পর্তুগিজ রেকর্ড। এ গোলে হয়েছে বৈশ্বিক এক রেকর্ডও। রোনালদোই ছিলেন একমাত্র খেলোয়াড়, যিনি টানা সাতটি আন্তর্জাতিক টুর্নামেন্টে (ইউরো ও বিশ্বকাপ) গোল করেছেন। আজ সে রেকর্ডটা আটে নিয়ে গেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। এ রেকর্ড নিকট ভবিষ্যতে কেউ ছুঁতে পারবেন সে সম্ভাবনাও নেই।

শুধু গোলই করেননি, স্পেনের বিপক্ষে দারুণ খেলছেন রোনালদো। প্রথমার্ধে ১৯টি পাস দিয়েছেন, যার ১৮টিই সঙ্গীর কাছে পৌঁছেছে। ২২ মিনিটে উদারতা দেখিয়ে দারুণ এক গোলের সুযোগ এনে দিয়েছিলেন কিন্তু ব্রুনো ফার্নান্দেস হাস্যকরভাবে গোল হাতছাড়া করেছেন। সে ক্ষতি রোনালদো পুষিয়ে নিয়েছেন ৪৪ মিনিটে। গোলে একটি নিরীহ শট নিয়েছিলেন, সেটা ডি গেয়ার ভয়ংকর এক ভুলে গোল হয়ে গেল। আগের তিন বিশ্বকাপে যেখানে একটির বেশি গোল করতে পারেননি, সেখানে ৪৫ মিনিটেই এবার দুই গোল পেয়ে গেলেন রোনালদো।