• মঙ্গলবার , ৭ জানুয়ারী ২০২৫

নরসিংদীতে ট্রলারডুবিতে শিশুসহ নিহত ৮


প্রকাশিত: ৪:১৩ পিএম, ২৩ জুলাই ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৫৪ বার

নরসিংদী প্রতিনিধি  : নরসিংদীর রায়পুরা উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অর্ধশত যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। ঘটনাস্থল থেকে তিন শিশুসহ 1৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন।শনিবার বেলা ১১টার দিকে রায়পুরা উপজেলার জংগীশিবপুর বাজারসংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগ নারী ও শিশু। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

এলাকবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উপজেলার জংগীশিবপুর ব্রিজের গোড়া থেকে ৫০ জনের মতো যাত্রী নিয়ে ট্রলারটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরিকান্দি গ্রামের গণি শাহর মাজারে যাওয়ার উদ্দেশে ছেড়ে যায়। ২০০ গজ যাওয়ার পর ট্রলারটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন ডুবে যায়। স্থানীয়রা ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। রায়পুরা হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।