• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

নতুন শক্তিতে যেন বুলেট স্পিডে কাটার জাদুকর মুস্তাফিজ এখন আরো ভয়ংকর!


প্রকাশিত: ৩:০৭ এএম, ২৬ জুন ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২৪ বার

Fij-1-www.jatirkhantha.com.bdআসমা খন্দকার   :   নতুন শক্তিতে বদলে যাচ্ছেন কাটার জাদুকর মুস্তাফিজ। এবার মুস্তাফিজ যেভাবে শারীরিক ফিটনেস নিচ্ছেন তাতে ওত বল খেলতে গিয়ে বাঘা বাঘা ব্যাটসম্যানরা চোখে শর্ষে ফুল দেখবেন? এরপর কি ঘটবে- বল সোজা স্ট্যাম্পে…মানে বোল্ড?

1মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়ার তত্ত্বাবধায়ক ও বাংলাদেশ ক্রিকেট দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ণ বললেন, এবার নতুন শক্তিতে বদলে যাচ্ছেন কাটার জাদুকর মুস্তাফিজ।

এবার মুস্তাফিজ যেভাবে শারীরিক ফিটনেস নিচ্ছেন তাতে ওত বল খেলতে গিয়ে বাঘা বাঘা ব্যাটসম্যানরা চোখে শর্ষে ফুল দেখতে পারেন-ও সেভাবেই তৈরী হচ্ছে।

mustafij & mother-www.jatirkhantha.com.bdMustafizur-Rahman-www.jatirkhantha.com.bdসংশ্লিষ্ঠরা জাতিরকন্ঠকে জানান, আইপিএল খেলে আসার পর বিশ্রামে ছিলেন বেশ কিছু দিন।

এখন নতুন করে তৈরি হচ্ছেন মুস্তাফিজুর রহমান।একাডেমির ইনডোরে ভিল্লাভারায়নের তত্ত্বাবধানে ফিটনেস নিয়ে কাজ চলছে মুস্তাফিজের।

মিরপুরের ইনডোরে ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছেন মুস্তাফিজ।

আজ শনিবার মিরপুরের একাডেমি মাঠে টানা সাত ওভার বল করলেন বাংলাদেশের বোলিংয়ের নতুন তারকা।

বলের টার্নিং সুইং দেখে অনেকে মন্তব্য করেছেন এবার মুস্তাফিজ আরো ভয়ংকর হয়ে উঠছেন।

বলতো নয় যেন বুলেট মারছেন মুস্তাফিজ।