• শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪

নতুন বছর -মলি ইসলাম


প্রকাশিত: ৮:০০ পিএম, ১ জানুয়ারী ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৬০ বার

 
moly-1পুরানো বছরে সবাই  কে কী পেলাম?
আর কী হারালাম? তানিয়ে  ভাবতে বসে গেছেন-
একবার ও ভাবিনা কেউ, আমি? বা আপনি?
এ সমাজ কে দিয়েছি আমরা কত খানি?
শুধুই পাওয়ার চিন্তা না পাওয়ার কষ্ট,
এ নিয়েই সময় করছি নষ্ট।

মানব জীনব তো পরার্থের উপকারের জন্যই!
মৃত্যুর পরও অমর হয়ে থাকতে পারা-
কিন্তুু আজকাল পরার্থে কিছু করা..
সবাই ভাবে শুধু নিজের’টা।
এই স্বার্থ উদ্ধারে মানব হয়ে সবাই মত্ত,
আছে সমাজে বৈষম্য-আর উচু নীচু,
ভেদাভেদে হয়ে আছি সবাই অবরুদ্ধ।

এই নতুন বছরে আসুন সবাই
হিংসা বিদ্ধেষ সব ভুলে যাই,
এগিয়ে আসি মানবতা’য়-
যদি এই অনুভবটুকু থাকে!
তবে পৃথীবিটা আরো এগিয়ে যাবে-
নতুন এই বছরে এ আহবান রইলো
সবার তরে..।