• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

নতুন কমিটি সদস্যদের নিয়ে ২১ আগস্ট জিয়ার মাজারে যাবেন খালেদা


প্রকাশিত: ৮:০১ পিএম, ১৯ আগস্ট ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪০ বার

স্টাফ রিপোর্টার  :  বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলোত্তর নতুন কমিটির সদস্যদের নিয়ে ২১ আগস্ট রবিবার বিকেল ৪টায় 1শেরেবাংলা নগর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওইদিন নবগঠিত জাতীয় নির্বাহী কমিটির সকল সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করবেন।

পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহ-সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সকল সদস্যকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।