• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

‘নগ্নতাই স্বাভাবিক’-আবার নগ্ন নারীর ছবি ছাপবে প্লেবয়


প্রকাশিত: ৮:২৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩২০ বার

ডেস্ক রিপোর্টার  :  যুক্তরাষ্ট্রের জীবনযাপন ভিত্তিক সাময়িকী ‘প্লেবয়’ তাদের মার্চ এপ্রিল সংখ্যার 34বিজ্ঞাপনে একটি বিশেষ ছবি ব্যবহার করে হ্যাশট্যাগে লিখেছে ‘নগ্নতাই স্বাভাবিক’।

ম্যাগাজিনটি জানিয়েছে তারা তাদের গত বছরের একটি সিদ্ধান্ত থেকে সরে এসে আবারও নগ্ন নারীর ছবি ছাপানো শুরু করবে।

প্লেবয়ের নতুন প্রধান সৃজনশীল কর্মকর্তা কুপার হেফনার বলেন, ‘নগ্নতা থেকে সরে আসার সেই সিদ্ধান্ত ছিল একটি ভুল।’ এক টুইটে তিনি বলেন, ‘আজ আমরা আমাদের পুরনো পরিচয়ে ফিরে যাচ্ছি এবং সবাইকে জানাতে যাচ্ছি যে, আমরা কারা।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই একে স্বাগত জানিয়েছে বলছেন, ‘এটা খুব ভালো সিদ্ধান্ত’।

আবার অনেকে এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, ‘প্লেবয় এই সিদ্ধান্ত নেওয়ার কারণ তাদের বেচা-বিক্রি ভালো হচ্ছে না। তবে প্লেবয়ের চেয়ে ফ্রি পর্নো পাওয়া বেশী সহজ।’

প্লেবয় সাময়িকীর প্রতিষ্ঠাতা হুগ হেফনারের ২৫ বছর বয়সী ছেলে বলেছেন, ‘নগ্নতা কোনদিনই সমস্যা হিসেবে ছিলো না, কারণ নগ্নতা সমস্যা নয়’।