• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

ধর্ষণ-যৌন নিপীড়নের ওস্তাদ আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সেক্সিটিচার ফেরদৌস পাকরাও


প্রকাশিত: ১১:৫৬ এএম, ৪ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৩ বার

বিশেষ প্রতিবেদক  :  দুই ছাত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে রাজধানীর তেজগাঁও sexy teacher ferdous-www.jatirkhantha.com.bdশিল্পাঞ্চলের আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে কলাবাগান থানাধীন এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলাবাগান থানার ওসি মো. ইকবাল জানান, তিনি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। কয়েকদিন আগে তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছিল। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে। তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়। ওই মামলায় আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়।