ধর্ষণ মামলায় আ’লীগ নেতা গ্রেফতার-মিষ্টি বিতরণ ভাষানটেকে
স্টাফ রিপোর্টার : রাজধানীর ভাষানটেকে নারী ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা আক্তার পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় এলাকাবাসী আনান্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন।জানা গেছে, গত ১৬ এপ্রিল রাতে এক যুবতীকে অস্ত্রের মুখে জিম্মি করে আক্তারসহ ৪ জন পালাক্রমে গণধর্ষণ করে। এ সময় ওই যুবতীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সবাই পালিয়ে যায়।
এ ঘটনায় নির্যাতিত ওই নারী বাদি হয়ে ভাষানটেক থানায় গত ১৭ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আক্তারকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। আর তার সহযোগি আনোয়ার, মমিনুল ও নাসির উদ্দিন এখনো পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, আক্তার ও তার সহযোগিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ ও নারী নির্যাতনের মামলা রয়েছে।আক্তার নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয়ে নারী ধর্ষণসহ বিভিন্ন ধরণের অপকর্ম চালিয়ে আসছে। তার ভয়ে এলাকার লোকজন কোন প্রকার প্রতিবাদ করার সাহস কেউ পায় না। সম্প্রতি পুলিশ তাকে গ্রেফতার করায় এলাকার লোকজন আনন্দ উল্লাস করেন এবং মিষ্টি বিতরন করেছেন বলে জানা গেছে।
স্থানীয় আইনজীবী মশিউর রহমান বলেন, আক্তার হোসেন এলাকায় নারী নির্যাতন, জমি দখল, চাঁদাবাজি, হত্যা, প্রতারণাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। পুলিশ তাকে গ্রেফতার করায় স্থানীয়রা আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন। এখন তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে ভুক্তভোগিরা।