• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

ধর্ম অবমাননা মামলায় ছাড়া পাওয়ার পর-হাতজোড় করে নমস্কারের ভঙ্গি সাবেক মন্ত্রীর


প্রকাশিত: ৬:৩৯ পিএম, ২৯ জুন ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১২১ বার

montri latif-www.jatirkhanrha.com.bdবিশেষ প্রতিবেদক.ঢাকা:  ধর্ম অবমাননার মামলায় প্রায় সাত মাস পর জামিনে ছাড়া পেলেন মন্ত্রিসভা ও ক্ষমতাসীন দল থেকে অপসারিত আবদুল লতিফ সিদ্দিকী।সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাকে মুক্তি দেয়া হয়। তিনি ক্যাবিন ব্লক ৫১২ নম্বর কক্ষে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাতের সাত মামলায় এর আগে গত মাসে লতিফ সিদ্দিকীকে ছয় মাসের অন্তর্র্বতী জামিন দেন হাইকোর্ট।গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউইয়র্ক টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন আবদুল লতিফ সিদ্দিকী। এ ঘটনার পর আওয়ামী লীগের সভাপতিম-লীর এই সদস্য দল থেকে বহিষ্কৃত হন। একই ঘটনায় অনুভূতিতে আঘাত ও কটূক্তির অভিযোগে আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনেকগুলো মামলা হয়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা ও দেশের ১৮টি জেলায় ২২টি মামলা রয়েছে। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় প্রতিটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপরই গত বছরের ২৫ নভেম্বর তিনি রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন। এরপরই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।