• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

দ্য ডেইলি স্টার ‘বন্ধ’ ও সম্পাদকের ‘শাস্তি’ চান সাংসদ ব্যারিষ্টার তাপস


প্রকাশিত: ৭:৩৫ পিএম, ৭ ফেব্রুয়ারি ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২০১ বার

tapos-www.jatirkhantha.com.bdএস রহমান : ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকা বন্ধ এবং এর সম্পাদক মাহফুজ আনামের শাস্তি দাবি করেছেন ঢাকার সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

দশম সংসদের নবম অধিবেশনে আজ রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

তাপস বলেন, ‘আমরা মনে করি সাংবাদিকতা একটি মহান পেশা। মাহফুজ আনাম সেই পেশাকে কলঙ্কিত করেছেন। উনাকে সাংবাদিকতা থেকে বহিষ্কার করতে হবে।’

এর আগে, প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও মাহফুজ আনামের শাস্তি দাবি করেন। বৃহস্পতিবার নিজ ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন।