দেশে বর্তমানে এইডস রোগী ১,২৯৯ জন: স্বাস্থ্যমন্ত্রী
জুন ০৩, ২০১৪:
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে এনজিও পরিচালিত ছয়টি কেন্দ্র থেকে সরকারি অর্থায়নে ক্রয় করা ‘অ্যান্টি-রিট্রুভাইরাল ড্রাগ’ এইডস রোগীদের মাঝে বিনামূল্যে প্রদান করা হয়। এ ছাড়া আটটি সরকারি হাসপাতালে সিডি-৪ সেন্টারের মাধ্যমে এইডস রোগীদের শারীরিক অবস্থা নির্ণয় করাসহ এ সব প্রতিষ্ঠানে রোগীদের স্বাস্থ্য শিক্ষা ও কাউন্সিলিং সেবা প্রদান করা হচ্ছে।
মোহাম্মদ নাসিম বলেন, যেহেতু দেশে এইডস রোগীর সংখ্যা তুলনামূলক কম; তাই এইডস রোগীদের চিকিত্সার জন্য পৃথক হাসপাতাল তৈরির পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এইডস রোগীদের চিকিত্সা দেওয়ার পরিকল্পনা রয়েছে।