• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

দেশে নিউমোনিয়া এবং পোলিও টিকার তীব্র সংকট


প্রকাশিত: ৬:১৮ পিএম, ৭ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৫৩ বার

স্টাফ রিপোর্টার  ;  দেশে নিউমোনিয়া এবং পোলিও টিকার তীব্র সংকট চলছে। নেই যক্ষ্মার টিকার জন্য 22পর্যাপ্ত সিরিঞ্জও। ফলে টিকার থাকলেও শিশুদের শরীরে প্রয়োগ করা যাচ্ছেনা। নির্দিষ্ট সময় টিকা না পেয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। বিষয়টি সাময়িক এবং শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা কর্তৃপক্ষের।

রোগ প্রতিরোধের জন্য ১৯৭৯ সাল থেকে দেশে শিশুদের বিনামূল্যে টিকা দিচ্ছে সরকার। ১০টি রোগের প্রতিরোধে জন্য ১ মাস থেকে ১৫ মাসের মধ্যে এই টিকাগুলো শিশুদের দেয়া হয়। সম্প্রতি নিউমোনিয়া, পোলিও এবং যক্ষ্মা’র টিকা শিশুকে দিতে না পারায় উদ্বিগ্ন অভিভাবকরা।

গত দু’মাস ধরে টিকার এই সংকট বলে জানালেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. মতিউর রহমান। তবে অচিরেই এ সমস্যা দূর হবে বলে আশা করছেন জেলার সিভিল সার্জন ডা. এ এফ এম শফীউদ্দিন। ২০১৫ সালে দেশে ৩৭ লাখ ৭ হাজার শিশুকে ১০টি রোগের প্রতিরোধের টিকা দেয়া হয়েছে।