• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

দেশের মানুষ খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে-ডা. জাফরুল্লাহ চৌধুরী


প্রকাশিত: ১০:১৩ পিএম, ১২ মার্চ ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৫৭ বার

বিশেষ প্রতিবেদক   :   গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী  খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন,  যারা সাহসিকতার সঙ্গে রাস্তায় 1নামতে পারে তাদেরকে পদে আনার চেষ্টা করুন।শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।ডা. জাফরুল্লাহ বলেন, বাংলাদেশ এখন অদ্ভুত ক্রান্তিকাল পার করছে। উন্নয়নের নামে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। দেশের মানুষ খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে।

‘ধান্দাবাজদের পদ দেবেন না’
আসন্ন জাতীয় কাউন্সিলের ধান্দাবাজ, চাটুকার মোসাহেবদের দলীয় পদ না দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দলের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

দলের কাউন্সিল নিয়ে গয়েশ্বর রায় বলেন, দলে অনেকে আছেন যারা বড় বড় চেয়ার দখল করে আছেন। তারা আবার চেয়ার ছাড়তেও চান না। অনেকে চান ওই চেয়ার থেকে আরো উপরে উঠতে। কিন্তু নেতাকর্মীরা সবাই তাকিয়ে আছেন চেয়ারপারসনের দিকে। তারা আশা করছেন তিনি যোগ্যদের দায়িত্ব দেবেন। আর চাটুকার, মোসাহেবি এবং ধান্দাবাজদের পদ দেবেন না।

এদিকে বিএনপির জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, যারা সাহসিকতার সঙ্গে রাস্তায় নামতে পারে তাদেরকে পদে আনার চেষ্টা করুন।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

ডা. জাফরুল্লাহ বলেন, বাংলাদেশ এখন অদ্ভুত ক্রান্তিকাল পার করছে। উন্নয়নের নামে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। দেশের মানুষ খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে তিনি বলেন, পুলিশ যখন বিরোধী দলের নেতা কর্মীদের আন্দোলন ঠেকাতে বা ১৭ হাজার মামলায় তাদের গ্রেপ্তার করতে ব্যস্ত, তখন দেশে কে কোথায় ধর্ষণ, শিশু হত্যা করছে তার খবর কিভাবে রাখবে।