দেশের কল্যাণে প্রধানমন্ত্রীর এ্যাকশান- ধার করার টাকায় বিরিয়ানী নয় নিজের টাকায় নুন ভাত খাবো
বিশেষ প্রতিবেদক.ঢাকা: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করে বক্তব্য দিয়েছেন। শিগগির সেসব বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন বলেও জানান। দেশের কল্যাণে প্রধানমন্ত্রীর এসব পদক্ষেপগুলো এখানে তুলে ধরা হলো:-
১) যুক্তরাষ্ট্রে আমাকে হেয় করতে বিএনপি প্রতিবাদ করছে
২) ধার করার টাকায় বিরিয়ানী নয়, নিজের টাকায় নুন ভাত খাবো
৩) বিএনপির আন্দোলনে পুড়িয়ে মারাও এক ধরনের জঙ্গিবাদ
৪) জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মনোভাব জোরালো হওয়া দরকার
৫) শিক্ষকরা বলুক সমাধান না হওয়া পর্যন্ত তারা বর্ধিত বেতন নেবে না. সচিবদের সমান চাইলে চাকরির বয়স কমাতে হবে শিক্ষকরা আন্দোলন করছে করতে থাকুক, ছেলেমেয়েদের পড়াশুনা নষ্ট হচ্ছে, তাদের সঙ্গে আমার দেখা করার তো কিছু নেই
৬) শিক্ষকদের বেতন একটু বেশি দিয়ে ফেলেছি, মনে হয় কমিয়ে দেওয়া উচিত ছিল
৭) মেয়েরা পাকিস্তানে খেলতে যাবে না কেন, পাকিস্তান একটা দেশ, তাদের সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্ক শেষ হয়নি
৮) গুলশানে বিদেশি নাগরিক হত্যার দায় স্বীকার কেন শিকাগো থেকে আসলো
৯) গাইবান্ধায় শিশুকে গুলি করার ঘটনায় দলীয় সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে
১০) পয়লা বৈশাখে উৎসব বোনাস দিতে গণমাধ্যমের মালিকদের প্রতি আহ্বান
১১) বিশ্ব নেতাদের কাছে সংকট নেই, সংকট এখানে কিছু মানুষের মনের মধ্য-বিশ্ব নেতারা বাংলাদেশের রাজনৈতিক সংকট বা নির্বাচন নিয়ে কিছু বলেনি-
১২) সরকার উৎখাতে বিএনপি চেয়ারপারসনের মানুষ পুড়িয়ে মারাটা বিশ্বনেতারা ভালো ভাবে নেয়নি
১৩) সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকলে বিশ্বনেতারা এ নিয়ে প্রশ্ন তুলত, আমন্ত্রণ জানাত না
১৪) দুই বিদেশি হত্যার খুনিদের ধরাও হবে, বিচারও হবে
১৫) আওয়ামী লীগের অর্জন প্রশ্নবিদ্ধ করতে অনেক ঘটনা ঘটানো হচ্ছে
১৬) যুদ্ধাপরাধীদের বিচার চলছে, এর কিছু পাল্টা প্রতিক্রিয়া তো হবে