• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

দেশের উন্নয়নে কালক্ষেপণ ও কর্মকর্তাদের গাফিলতি বরদাস্ত করা হবেনা-প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১:৪৩ পিএম, ২১ জুলাই ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯৭ বার

pm-office-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক.ঢাকা:  দেশের উন্নয়নে কালক্ষেপণ ও কর্মকর্তাদের গাফিলতি বরদাস্ত করা হবেনা বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠকে এমনটাই বললেন তিনি।

এছাড়াও, দেশীয় বিনিয়োগ ও শিল্পায়ন তরান্বিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশনকে শিগগিরই একীভূত করাও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা আছেন, তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। কারণ সকল মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গেই একটি সম্পৃক্ততা থাকে। কার্যক্রমে যাতে কোনো ভাবে কালক্ষেপণটি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

এসময় তিনি আরও বলেন, ‘এবার ঈদে গ্রাম পর্যায়ে কেনাকাটা সুন্দরভাবে হয়েছে, এর মাধ্যমে প্রমাণিত হয় আমাদের অর্থনীতি গতিশীলতা পেয়েছে’।