• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

দেশীয় আন্তর্জাতিক অপশক্তির বিরুদ্ধে প্রকৌশলীদের সোচ্চার থাকতে হবে: আইডিইবি প্রতিনিধি সম্মেলনে বক্তারা


প্রকাশিত: ১১:০৫ পিএম, ৩০ জানুয়ারী ২৩ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫৭ বার

স্টাফ রিপোর্টার : দেশীয় ও আন্তর্জাতিক অপশক্তির বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের সোচ্চার থাকার আহবান জানিয়েছেন, আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) জেলা ও সাংগঠনিক জেলা এবং সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলনে তাঁরা এ আহবান জানান।

গত বৃহস্পতিবার থেকে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন ও আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে দেশীয় ও আন্তর্জাতিক অপশক্তির বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের সোচ্চার থাকতে হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদের কোনো বিকল্প নেই, তাই দক্ষ মানবসম্পদে ডিপ্লোমা প্রকৌশলীরা নিজেদের শামিল রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।